দুর্নীতিগ্রস্ত রানাঘাটের বিএলআরও দফতর। এম ভারত নিউজ

admin

নদিয়ার রানাঘাটের ব্লক ভূমি ও ভূমি সংস্কারের অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ।

0 0
Read Time:2 Minute, 57 Second

নদিয়ার রানাঘাটের ব্লক ভূমি ও ভূমি সংস্কারের অভ্যন্তরে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার দুর্নীতি মুক্তর দাবিতে বিক্ষোভ। রানাঘাট ১ ব্লকের বিএলআরও দফতরের সামনে বিক্ষোভে সামিল নাগরিকদের সংগঠন সিটিজেন ফোরাম। আট দফার দাবিতে ডেপুটেশনও দেওয়া হয় দফতরের আধিকারিকদের। স্বচ্ছ পরিষেবার দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান রানাঘাট পুরসভার চেয়ারম্যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। ঘুষ ছাড়া এখানে কোনও কাজ হয় না। দালালরা সরাসরি ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের নাম করে তোলা তোলে। প্রসঙ্গত, ২৮ এপ্রিল এই অফিসেই এক দালালকে আধিকারিকের নাম করে ঘুষ নিতে দেখা যায় এবং তাকে ধরে ফেলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান।

বিক্ষোভকারীদের দাবি, সমস্ত প্রকার দালালরাজ অবিলম্বে বন্ধ করতে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জমি সংক্রান্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে মহকুমা শাসকের দফতরে পাঠাতে হবে। পাশাপাশি দফতরের আধিকারিক ও কর্মচারীদের নাম পদ এবং ফোন নম্বর নোটিশ বোর্ডে টাঙ্গাতে হবে।

সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক পরেশনাথ কর্মকার বলেন, এই দফতরের জন্য গোটা রানাঘাটের বদনাম হচ্ছে। ঘুঘুর বাসা হয়ে গিয়েছে এই দফতর। রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকদিন আগে এই অফিসে এক দালালকে ঘুষ নিতে হাতেনাতে ধরেছিলাম। আর কোন সরকারি অফিসে দুর্নীতি ধরা পড়লে তার দায় গিয়ে পড়ে সরকারের ওপর, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধীরাও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে। এটা হতে দেওয়া যায় না।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাগদান সারলেন পরিণীতি-রাঘবএম ভারত নিউজ

বহুদিনের প্রেমকে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ পেরোলেন রাঘব-পরিণীতি।

Subscribe US Now

error: Content Protected