
করোনা প্রতিরোধে ফের প্রবীণদের জন্য সুখবর নিয়ে এল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। সংস্থার এক গবেষণায় উঠে এসেছে করোনা আক্রান্ত প্রবীণদের ওপর বিসিজি বা যক্ষার টিকা দারুণ কাজ করছে। ওই টিকা প্রয়োগে তৈরি হচ্ছে সামগ্রিক অ্যান্টিবডি এবং টি সেল। পরীক্ষার ফলাফল প্রাথমিক বিশ্লেষণের পর আইসিএমআর-এর বিজ্ঞানীদের দাবি, ‘প্রবীণদের শরীরে বিসিজি টিকা স্বাভাবিক ও সহনশীল মেমোরি সেল এবং টি সেল তৈরি করছে। তৈরি হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিবডি-ও। অর্থাৎ এটাই নির্দেশ করছে যে, সার্স-কোভ২ বা করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে।’ কিছুদিন আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছিল যে তাদের তৈরি টিকা প্রবীণদের ওপর ভালো কাজ করছে। বিসিজি টিকা নিলে টিবি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সেই টিকাই করোনা প্রতিরোধে এমন কাজ করবে, ফলাফল পাওয়ার আগেও ততটা আশাবাদী ছিলেন না বিজ্ঞানীরা। যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় না পৌঁছলেও প্রাথমিক ফলাফলে করোনা যুদ্ধে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।