0
0
Read Time:1 Minute, 16 Second
বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’নম্বর ব্লকের সাউথখন্ড এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন এলাকায় নানা কারণে ধরে অশান্তি করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার রাতেও তার অন্যথা হয়নি। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়।
শুধু তাই নয়, বোমা মারার পরিমাণ এতটাই বেশি ছিল যে মঙ্গলবার সকালেও এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড এসে তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তাদের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বই এই ঘটনার জন্য দায়ী।