0
0
Read Time:1 Minute, 2 Second
১৫ ডিসেম্বর থেকে ১.৪ লক্ষ শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হবে ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের । পীযূষবাবু নিজেই ট্যুইট করে ১৫ ডিসেম্বর থেকে ১৪০৬৪০টি শূন্যপদের জন্য কম্পিউটার মাধ্যমে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়েছেন । পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে যাকে বলে computer-based exams । করোনা পরিস্থিতির আগেই জমা নেওয়া হয়েছিল এই নিয়োগের জন্য আবেদনপত্র । ১৪০,৬৪০টি শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছিল ২.৪২ কোটি । করোনার কারণেই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না । তবে এবার, জিইই ও নিট পরীক্ষার অভিজ্ঞতা থেকে রেল সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষা করানো সম্ভব ।