নতুন রূপে জন্মাষ্টমী , সাক্ষী থাকলো বীরভূম । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 38 Second

আজ জন্মাষ্টমী। সারা দেশজুড়ে পালিত হচ্ছে গোপালের জন্মতিথি। প্রায় গোটা দেশের মানুষ যখন জন্মাষ্টমীর পুজো নিয়ে ঠিক তখনই এক অন্যরকম জন্মাষ্টমী পালনের সাক্ষী থাকলো বীরভূমের হেতমপুর। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে একঝাঁক ৭-১৪ বছর বয়সী কচিকাঁচা ৩০ জন গরিব ও দুঃস্থ শিশুদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান, নববস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করল। এই কচিকাঁচার দল বয়সে ক্ষুদে হলেও তাদের মন যথেষ্ট বড়। এই বয়সেই দুঃস্থ অসহায় মানুষদের স্বার্থে কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের মধ্যে। ইতিমধ্যেই ১২ জন সদস্য নিয়ে তৈরি করে ফেলেছে ‘মানব সেবা সংস্থা’ নামের একটি সংগঠনও।

মানব সেবার স্বার্থে তাদের সর্বদা উৎসাহিত এবং সহযোগিতা করেছেন বিদ্যালয়েরই কয়েকজন শিক্ষক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায়, চন্ডীচরণ মণ্ডল, দিবাকর মিত্র, মানব সেবা সংস্থার সদস্য প্রীতম রায় সহ অন্যান্য শিক্ষক ও সদস্যারা। এদিনের কর্মসূচি সম্পর্কে এই সংস্থার সদস্য প্রীতম রায় জানিয়েছে, আমরা আমাদের টিফিন খরচ বা পকেট মানি বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছি। গরিব মানুষদের সাহায্য করে আমাদের খুব ভালো লাগছে। পাশাপাশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের ছাত্ররা এই যে মহান কাজ করেছে তার জন্য আমরা আজ গর্বিত। আমরা তাদেরকে যে শিক্ষা দিয়েছি পরের জন্য নিজেকে উৎসর্গ করা সেটা আজ করে দেখালো তারা। আমরা চাই ওরা আরো এগিয়ে যাক। এই ক্ষুদে কচিকাঁচাদের হাত ধরেই আসুক নতুন সকাল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধের ডাক PDA-র । এম ভারত নিউজ

মঙ্গলবার সমস্ত রাজ্যজুড়ে ২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামী কাল সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা অবধি রাজ্যের প্রায় সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে এই বন্ধের দাবিতে সাড়া দিয়ে আগামীকাল প্রায় ২৪০০টি পেট্রোল পাম্প বন্ধ থাকবে। তবে বন্ধের […]
News_1081

Subscribe US Now

error: Content Protected