0
0
Read Time:1 Minute, 12 Second
করোনা আবহে এমনিতেই বাজারে আগুন, তার ওপর আগুনে ঘৃতাহুতি লক্ষীপুজো। স্বাভাবিকভাবেই মাথায় হাত আম বাঙালির। ফল থেকে ফুল, প্রতিমা থেকে পুজোর উপকরণ সবতেই ছ্যাঁকা খেতে হচ্ছে ক্রেতাদের। তবে ধনদেবীর আরাধনা বলে কথা। আর তাই লক্ষীলাভের আশায় বাজেটে কাটছাঁট করেই পুজোর আয়োজন করেছেন মধ্যবিত্তরা। তবে করোনার কারনে সেভাবে জাঁকজমক করে পুজো হচ্ছে না।
বেশিরভাগ সেলেবের বাড়িতে ছোটো করেই লক্ষীপুজোর আয়োজন করা হয়েছে। জৌলুসহীন হলেও পুজোয় কোনও খামতি রাখতে নারাজ প্রত্যেকেই। স্বাভাবিকভাবেই সকাল থেকেই ধনদেবীর আরাধনায় মেতে ওঠেন সেলেবরা। এদিন অদিতি মুন্সি থেকে শুরু করে অপরাজিতা আঢ্য, সোনালী চৌধুরী এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়ও বাড়িতে পুজোর আয়োজন করা হয়।