সংগীতজগতের বিশিষ্ট তারকা , যার গলায় স্বরস্বতীর বাস, যার গানে আট থেকে আশি সবার ঠোঁট একবার গুনগুনিয়ে ওঠে হ্যাঁ ঠিকই ধরেছেন সে আর কেউ নয় সংগীতজগতের বিশিষ্ট সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল।মা হতে চলেছেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল৷ আজ সকালে নিজের টুইটারে টুইট করেছেন তিনি পাশাপাশি নিজের জীবনের এই বিশিষ্ট খবরটি সকলের সাথে ভাগ করে নিতে চেয়েছেন পাশাপাশি নিজের প্রিয় ভক্তদের কাছ থেকেও আশীর্বাদ চেয়ে নিয়েছেন তাঁর জীবনে আগত উত্তরসূরির জন্য। যেখানে তিনি লিখেছন ‘বেবি শ্রেয়াদিত্যা অন ইটস ওয়ে’ ।
৫ই ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী৷ তারপর মার্চের শুরুতেই খুশির খবর দিলেন তিনি । পাশাপাশি তিনি এও জানিয়েছেন বেবি শ্রেয়াদিত্য খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে। ২০১৫র ৫ ফেব্রুয়ারি বহুদিনের বন্ধু শিলাদিত্যর সঙ্গে বিয়ে হয় শ্রেয়ার৷ কিছু দিন আগেই নিজের একক অ্যালবাম অঙ্গ মোরে মুক্তি পেয়েছে। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।