সারদা কাণ্ডে ভয়েস স্যাম্পল দিতে সিবিআই দফতরে গেলেন আসিফ খান। সারদা কাণ্ডে দুটি অডিও ক্লিপ পেয়েছিল সিবিআই। তাতে সারদার কোনও অভিযুক্তের গলা আছে কিনা যাচাই করতে এদিন আসিফ খানকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই।
এদিন বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর ছাড়েন আসিফ। বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমাকে আজকে ডেকে ছিল ভয়েস স্যাম্পেলের জন্য। সেই ভয়েস স্যাম্পেল নিয়েছেন ওঁরা। ওঁনারা ফরেন্সিককে পাঠাবেন। তিনি এও বলেন, হয়তো আমার কথাবার্তা কারোর সঙ্গে হয়েছে সেই সময়। মনে করতে পারছি না।’
এদিন আসিফ আরও বলেন, ‘ছয় সাত বছর আগেকার ঘটনা। ঠিক মনে নেই। তবুও আমি ভয়েস স্যাম্পেল দিলাম। ওঁনারা দেখে বলুক কোথাকার কি আছে। তাঁর দাবি, আমার সারদাতে কোনও রোল নেই। আমি ততটাই কাজ করেছি যতটা আমাকে বলা হয়েছিল। এর বেশি আমার কিছু করার নেই। তদন্তের স্বার্থে যা যা করার তাই করব। একইসঙ্গে আসিফের ধারণা, যাদের ভয়েস আছে তাদের চিহ্নিত করে ফেলেছেন তদন্তকারীরা। তবে এটা কোথাকার মিটিং কি মিটিং আমার জানা সম্ভব নয়। আমি তখন ফুল দমে মুকুল রায়ের সঙ্গে পার্টি করি।