রেষ কাটেনি দ্বিতীয় ঢেউয়ের। এরইমধ্যে প্রতিদিনের পেট্রোপণ্যের সংশোধিত মূল্য ক্রমাগত ঊর্ধ্বগামী হয়ে রীতিমতো পকেটে আগুন ধরেছে মধ্যবিত্তের। আজ সকালে সংশোধিত বাজার মূল্য হিসেবে ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। মহানগরীতে আজ পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৯ পয়সা । কলকাতায় পেট্রোলের নয়া দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা। ডিজেলের দাম বৃদ্ধি না হওয়ায় পূর্বের দামেই পাওয়া যাচ্ছে ডিজেল। তবে মহানগরীকে ছাপিয়ে ইতিমধ্যেই ১৩ জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে , সেগুলি নিম্নরূপ :-

খড়গপুর : ১০০ টাকা ১৬ পয়সা
দিঘা : ১০০ টাকা ৯ পয়সা
মুর্শিদাবাদ : ১০০ টাকা ৭৪ পয়সা
কোচবিহার : ১০০ টাকা ৭৯ পয়সা
রায়গঞ্জ : ১০০ টাকা ১২ পয়সা
বালুরঘাট : ১০০ টাকা ৪১ পয়সা
আলিপুরদুয়ার : ১০০ টাকা ৯০ পয়সা
দার্জিলিং : ১০১ টাকা ২৮ পয়সা
কালিম্পং : ১০০ টাকা ৫০ পয়সা
ঝাড়গ্রাম : ১০০ টাকা ৫৩ পয়সা
ডায়মন্ড হারবার : ১০০ টাকা ২ পয়সা
দত্তপুকুর : ১০০ টাকা ১ পয়সা
কৃষ্ণনগর : ১০০ টাকা ৮০ পয়সা
চুঁচুড়া : ১০০ টাকা ১০ পয়সা
বর্ধমান : ১০০ টাকা ৯ পয়সা
আসানসোল : ১০০ টাকা ৬ পয়সাবাঁকুড়া ১০০ টাকা ৭ পয়সা
পুরুলিয়া : ১০০ টাকা ৮৮ পয়সা
সিউড়ি : ১০০ টাকা ২০ পয়সা
খড়গপুর : ১০০ টাকা ১৬ পয়সা
দিঘা : ১০০ টাকা ৯ পয়সা।