Read Time:1 Minute, 18 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার খলিসানি কালীতলায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা দু’নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। রবিবার কপিল চন্দ্র স্মৃতি ভবনে এই শিবিরের উদ্বোধন করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রক্তদান শিবিরে মোট ৭০ জন বিজেপি সর্মথক রক্তদান করেন। এদিন রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান রাজীব বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়া জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মণ্ডল, জেলা যুবমোর্চার সভাপতি উমাশঙ্কর হালদার,অনুপম মল্লিক সহ অন্যান্যরা। এদিন বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, “এই রক্তদানের মাধ্যমে শপথ নেওয়ার পালা। রক্ত দিয়ে তৃণমূলকে সরকার থেকে পরিবর্তন করে নরেন্দ্র মোদিকে উপহার দেবো”।