আসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে আজই । বাংলা সহ পাঁচটি রাজ্যে ২০২১-এ হতে চলেছে বিধানসভা নির্বাচন । পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, কেরল এবং তামিল নাডুতে হবে নির্বাচন । কবে থেকে শুরু হচ্ছে সেই নিয়ে এখনও কোন তথ্য সামনে না আসলেও আজ বিকেলেই তা প্রকাশ্যে আনতে পারে নির্বাচন কমিশন । সম্ভবত ৬ থেকে ৭ দফায় অনুষ্ঠিত হতে পারে ভোট । বিকেল সাড়ে চার’টে নাগাদ নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের সম্ভাবনা রয়েছে । সেখানেই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট ।

আসন্ন ভোটকে কেন্দ্র করে নির্বাচনী কমিশন যথেষ্ট ওয়াকিবহাল । তাই বার বার রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন কমিশনের সদস্যরা । তবে দিনক্ষণ সামনে আনা হয়নি । তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে বঙ্গ ভোটকে কেন্দ্র করে তাই যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত কমিশন । ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে এসে ঘুরে গেছে । নির্ঘণ্ট ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে টান টান উত্তেজনা দেশের সর্বত্র ।