বঙ্গ ভোটের আগে রাজনৈতিক মহলের জল্পনাকে তুঙ্গে তুলে দিয়েছিলেন টলিপাড়ার অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের এই ভারপ্রাপ্ত সমর্থকের ভোটের আগে বিজেপিতে যাওয়ার সম্ভবনা নিয়ে বহু চর্চিত হয়েছেন তিনি। রাজনৈতিক মহলের সঙ্গে টলিপাড়ার সম্পর্কটা দিনে দিনে যত পুরনো হচ্ছে ততই টলিপাড়ার সদস্যদের রাজনৈতিক মহলে ঢুকে পড়ার প্রবণতা বাড়ছে।
গত কয়েকদিনের মধ্যে বিজেপিতে আগত নতুন কয়েকটি নামের আভাস পাওয়া গেছে। গতকালই নতুন করে বিজেপিতে নাম লিখিয়েছেন টলিপাড়ার যশ দাশগুপ্ত। শুধু তাই নয় কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তী সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন বিজেপির রাজ্য নেতারা।
এদিকে আজই দক্ষিণ ২৪ পরগনা সভা করতে আসছেন বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ । আর সেখানে এই সভাতেই অমিত শাহের হাত ধরে বিজেপিতে নাম লেখাতে চলেছেন টলিপাড়ার সদস্য হিরণ চট্টোপাধ্যায়।
যদিও হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের রাজত্বকালে এক ভারপ্রাপ্ত পদাধিকারী ছিলেন। তবে তিনি তাঁর নিজের বক্তব্যে বলেছেন, বাংলা থেকে অলক্ষী বিদায় করার উদ্দেশ্যেই বিজেপিতে যোগদান করছেন তিনি। পাশাপাশি এও বলেন বাংলায় উন্নয়নের নামে রাস্তার রং নীল সাদা ছাড়া কিছুই পরিবর্তন হয়নি। তাই বাংলার উন্নয়নের স্বার্থেই এবার বিজেপির হয়ে কাজ করতে চান তিনি।