নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর : গতকাল সন্ধ্যায় ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেশন সংলগ্ন এলাকায়। সূত্রের খবর অনুসারে জানা গেছে, হলদিয়া লোকাল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল মা ও দু-বছরের শিশুর। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দূর্গাচক স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, হাওড়া-হলদিয়া লোকাল ট্রেনটি দুর্গাচক স্টেশন ছেড়ে হলদিয়া বন্দর স্টেশনের দিকে যাওয়ার সময় মাঝপথেই দুর্ঘটনা ঘটে। তবে মৃত মা ও তাঁর সন্তানের পরিচয় জানা যায়নি। ঠিক কি কারণে ওই সময়ে রেল লাইন দিয়ে যাচ্ছিলেন তাঁরা সেটাও এখনও পর্যন্ত জানা যায় নি তাহলে কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেই নিজের সন্তানকে নিয়ে রেল লাইনের ধারে হাঁটতে শুরু করেছিলেন তিনি? নাকি কোন কিছু বুঝে ওঠার আগেই রেলের তলায় কাটা পড়তে হলো তাদের ?যদি তাই হয়ে থাকে তাহলে রেল চালকের পক্ষে কি তাঁদের বাঁচানো সম্ভব ছিল না? প্রশ্ন থেকে যাচ্ছে অনেক ।তবে মহিলার বয়স আনুমানিক ২৫ বছর। তবে স্থানীয়রা কেউ মৃতদের চিনতে পারেননি। এই ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে মা তার শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহাকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি তাঁদের পরিচয় উদ্ধারের তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার খবর সামনে আসার পর থেকেই যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
লোকাল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু মা এবং শিশুর । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 20 Second