গত কয়েক মাসে বেশ কয়েকবার বিধ্বংসী আগুন এর মুখে পড়ল ,সিটি অফ জয়, মহানগরীর বুকে এর আগেও আগুন লেগেছিল বাগবাজার বস্তিতে ,তবে এবার আগুন লাগল তিলজলার কুষ্টিয়া রোডের রবার কারখানায়। এই এলাকাটি তুলনামূলকভাবে ঘিঞ্জি হওয়ায়, আশেপাশের এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকার জনঘনত্ব বেশি হওয়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন । এবং আগুনের পরিমাণ এতটাই তীব্রতার সঙ্গে বেড়ে যায় ,যে তিনটি ইঞ্জিনের পক্ষেও আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় । পাশের বহুতল বাড়ির ছাদ থেকে হোস পাইপের মাধ্যমে জল দিচ্ছিলেন এলাকার সাধারণ মানুষ। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছেন দমকল বাহিনীর বাকি কর্মচারীরা । হঠাৎ করেই বিধ্বংসী আগুন লেগে যাওয়ার কারণ জানতে পারা যায় নি এখনো পর্যন্ত। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত নয় এখনো কোম্পানির সদস্যরা।