নয়া কৃষি আইন নিয়ে আরও একদফা আলোচনায় বসতে রাজি হলেন আন্দোলনকারী কৃষকরা। আগামী বুধবার কেন্দ্রর সঙ্গে ফের আলোচনা বসবে আন্দোলনকারী কৃষক নেতারা। তবে এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। বুধবার স্পষ্ট হতে পারে আন্দোলনের ছবি। সেক্ষেত্রে কেন্দ্রের কৃষি আইন সংশোধন নাকি প্রত্যাহার তা সেদিনই বোঝা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, কেন্দ্রকেই বিষয়টির সমাধান করতে হবে। নচেৎ দেশজুড়ে আন্দোলন হবে। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চমদফা বৈঠকে বসে আন্দোলনকারীরা। কেন্দ্রের তরফে প্রতিনিধিত্ব করেন, রেলমন্ত্রী পীযূষ দয়াল, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সহ অন্যান্যরা। প্রথমে কৃষকরা আইন প্রত্যাহার না করা পর্যন্ত কোনও আলোচনায় তাঁরা যাবেন না বলে জানিয়েছিলেন। তবে শনিবার বৈঠক শেষে তাঁদের মন কিছুটা গলে। প্রসঙ্গত এদিনও নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি তোলেন তাঁরা। তবে কেন্দ্রও প্রত্যাহার নয় সংশোধনের কথা বলে।
এদিন কৃষকদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযূষ গয়াল, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেখানেই কৃষক আন্দোলনের থামানোর ক্ষেত্রে সরকারের পরবর্তী পদক্ষেপ কী তার রূপরেখা তৈরি করা হয় আলোচনায়। উল্লেখ্য এদিন বিজ্ঞান ভবনে বৈঠক চলাকালীনও রাজধানীতে ঢোকার চেষ্টা করেন কৃষকরা।তবে তাদের আটকে দিতে সক্ষম হয় পুলিশ। সিংঘু, অচণ্ডী, মানিয়ারি, মঙ্গেশ, লামপুর এবং পিয়াও সীমানা বন্ধ করে রাখা হয়েছে।