করোনার ভয় মানসিক ভাবে কাটিয়ে উঠে মেট্রো রেলের এক নতুন পদক্ষেপ। করোনাকালে মেট্রো যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ই-পাস। ই-পাস থাকলেই যাত্রা করা যাচ্ছিল মেট্রোতে, তবে তাতে ঝামেলার শেষ ছিল না। ই-পাস নিয়ে বিব্রত হতে হচ্ছিল নানান যাত্রীদের। সে ক্ষেত্রে আজ থেকে নতুন সিদ্ধান্ত নিল মেট্রোরেল । জানিয়ে দেওয়া হল ,ই-পাস ছাড়াই যাত্রা করা সম্ভব হবে মেট্রোতে, তবে সে ক্ষেত্রে স্মার্ট কার্ড আবশ্যক। বাস্তবে এখনও করোনার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি দেশ সেক্ষেত্রে এই মুহূর্তেই টোকেন এর ব্যবহার করা সম্ভব হচ্ছে না ।

বিশেষত করোনা আবহে মেট্রো যাত্রীদের সুবিধার্থে ই-পাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে সে ক্ষেত্রে অসন্তুষ্ট ছিলেন পুরুষ যাত্রীরা তাদের দাবী মাত্র চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছিল তাদের যাতায়াতের জন্য। করোনা-আতঙ্ক দূরে ঠেলে এখন প্রায় সব কর্মক্ষেত্রেই স্বাভাবিক নিয়মে কাজকর্ম পুরোদমে চলছে। দিন যত এগোচ্ছে দৈনন্দিন কাজকর্মে ততই গতি আসছে। মেট্রোরেলে যাত্রীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। যাত্রীদের চাপের জেরেই আজ থেকে বেড়েছে ট্রেনের সংখ্যাও। মেট্রোরেলের এই সিদ্ধান্তে খুশি সকল যাত্রীরা।