আফ্রিকার গুয়েনিয়াতে হঠাৎই বিধ্বংসী বিস্ফোরণ ঘটে মিলিটারি ক্যাম্পে । সূত্রের খবর, মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে এবং আহত প্রায় পাঁচ শতাধিক। এলাকার সাধারণ মানুষের থেকে জানা গেছে, পরপর বিস্ফোরণ ঘটতে থাকে এই মিলিটারি ক্যাম্পে যদিও এর পেছনে কি কারণ রয়েছে তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।

এই ঘটনার যে ছবি সামনে এসেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, কুণ্ডলীকৃত কালো ধোঁয়া আকাশে গিয়ে মিশেছে। এবং দাউদাউ করে জ্বলছে পুরো বিল্ডিং। সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের। সেখান থেকে বাটা হাসপাতালে ভিড় করা হয় সকল আহত ব্যক্তিদের নিয়ে। কিছুক্ষনের মধ্যে দিশাহারা হয়ে যান হাসপাতাল কর্মচারীরাও। বিপুল পরিমাণে রোগীর সংখ্যা হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে থেকে টুইট করে জানানো হয়েছে ,বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছেন। পাশাপাশি দেশের প্রেসিডেন্ট নাগমা জানিয়েছেন ,সাধারণ কৃষকরা আগুন জ্বালিয়েছিলেন তাদের কাজের জন্য। সেই আগুন মিলিটারি ক্যাম্প অব্দি পৌঁছে যাওয়ার ফলেই ,এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। বিশেষত ডায়নামাইট বিভাগে কর্মরত কর্মচারীদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে।