উৎসবের মুখে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। চতুর্থীর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। গত কয়েক মাসে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই শুধরেছ। কিন্তু সেই পরিস্থিতি থেকে ফের নতুন করে করোনার বাড়বাড়ন্ত মেনে নেওয়া যায় না, মঙ্গলবার বললেন প্রধানমন্ত্রী। এদিন মোদি সাধারণের উদ্দেশে বলেন, লকডাউন উঠে গেলও সংক্রমণ এখনও কমেনি। যতদিন না ভ্যাকসিন আসছে, ততদিন হালকাভাবে নেবেন না। তবে ভ্যাকসিন বের হলেই তা যাতে প্রত্যেক নাগরিক পান তার সবরকম চেষ্টা চলছে। সেইসঙ্গে মাস্ক পড়া ও হাত ধোয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। মোদির কথায়, মাস্ক না পড়ে ঘোরা ব্যক্তি তার পরিবারকেই বিপদের মুখে ঢেলে দিচ্ছে। দেশের একাংশের মানুষ করোনা নিয়ে একেবারে সতর্ক নয় বলেই আক্ষেপ করেন তিনি।

সেইসঙ্গে ইউরোপ আমেরিকার চেয়ে ভারতের পরিস্থিতি ভাল বলে তুলনা করে প্রধানমন্ত্রীর দাবি, ‘‘সুস্থতার হার ভাল। মৃত্যু হার কম ভারতে। প্রধানমন্ত্রী বলেন, করোনা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। ধীরে ধীরে উৎসবে মেতে উঠছে দেশবাসী।