ভোট প্রচারে তারকেশ্বরে মুখোমুখি মোদি-মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 1 Second

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ পাখির চোখে তারকেশ্বর কেন্দ্র। ফের লড়াইটা হবে উনিশ – বিশের । তৃতীয় দফা নির্বাচনী সম্প্রচারে আজ ফের মুখোমুখি মোদি -মমতা । হ্যাঁ,দলীয় সম্প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় দফা ভোটের আগেই সরগরম বাংলা, লড়াইটা এবার সমানে সমানে, কেউ ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি । তাই শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত বিরোধী দলগুলি।

মোদির পাশাপাশি পাল্লা ভারী করতে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলের নির্বাচনী সম্প্রচারের সভায় প্রধান বক্তা মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ২ টি সভা রয়েছে হুগলির হরিপাল এবং সোনারপুরে।

তবে পিছিয়ে নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ,পাল্টা সভা নিয়ে মাঠে নামছেন তিনিও। তারকেশ্বরে আজ সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে সভা করবেন তিনি।দুপুর সাড়ে বারোটা নাগাদ তারকেশ্বরে প্রথমে সভা করবেন মমতা।একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোরও। দক্ষিণ ২৪ পরগণায় ৩ টি, হুগলিতে ১ টি জনসভা এবং হাওড়ায় একটি রোড শো করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়ায়।

মমতার সভার পরেই ,বিকেল পৌনে তিনটে নাগাদ তারকেশ্বরেই সভা করবেন নরেন্দ্র মোদি।এরপর বিকেলে মোদীর সভা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বিকেল ৪.১৫ নাগাদ সোনারপুরে সভা করবেন তিনি। ইতিমধ্যেই বাংলায় দুই দফার ভোট হয়ে গেছে সুষ্ঠুভাবে ।তৃতীয় দফায় ৬ এপ্রিল রাজ্যের ৩১টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। তাই তৃতীয় দফা ভোটের আগে আজ ফের রাজ্যে মুখোমুখি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এসএসকেএম চত্বরে গুলিবিদ্ধ পুলিশ । এম ভারত নিউজ

এসএসকেএম চত্বরে চলল গোলাগুলি। হাসপাতাল চত্বরের ভিতরেই গুলিবিদ্ধ হলেন কলকাতা পুলিশের এক এসআই। এখনো পর্যন্ত জানা গেছে , আজ সকালে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিজস্ব ডিউটিতে যান তিনি। হাসপাতালে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ পরেই সেখান থেকেই গুলির শব্দ শুনতে পাওয়া যায়। সেই শব্দ শোনা মাত্রই ছুটে যায় অন্যান্য পুলিশকর্মীরা । […]

You May Like

Subscribe US Now

error: Content Protected