শুক্রবার সকালে দিল্লি থেকে এনামুল হককে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই। বিকেলে আটক করা হয় আরও দুই ব্যক্তিকে। ঘটনা চক্রে জানা গেছে যে তারা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ।তাদের মধ্যে একজন হল অনুপ মাঝি ওরফে লালা, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এলাকায় অবৈধ ভাবে কয়লা পাচারের। মিশ্র পদবীধারী আরো এক ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তৃণমূলের যুব সংগঠনের পদে রয়েছেন। তাকদের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালাচ্ছেসিবিআই আধিকারিকেরা ও আয়কর দফতর। কিন্তু রাজ্য পুলিশকে এই অভিযানের দায়িত্বে রাখা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“স্বরাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ খেতে এসেছেন আর আধা সামরিক বাহিনী নিয়ে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই। কী প্ল্যান রে বাবা!”
