মস্তিষ্ক কাজ করছে না সৌমিত্রর, জানাল হাসপাতাল । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 15 Second

অতিসংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। একমাসেরও বেশি সময় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেতা, তবে সবথেকে খারাপ পরিস্থিতি শুক্রবার হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। অভিনেতার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের সদস্যরা জানাচ্ছেন প্রবীণ অভিনেতার শুধু মস্তিষ্কই নয়, তাঁর হার্ট, কিডনির পরিস্থিতিও খুব একটা ভালো নয়। এই প্রথম অভিনেতার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আলাদা সাপোর্ট ব্যবহার করতে হচ্ছে। সৌমিত্র শরীরে অক্সিজেনের চাহিদাও আগের থেকে অনেকখানি বেড়েছে। পাশাপাশি গ্লাসগো কোমা স্কেলে সূচক নেমে দাঁড়িয়েছে মাত্র ৫-এ। যা খুবই বিপদজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অরিন্দম কর।

বৃহস্পতিবারই অভিনেতার প্রথম দফার প্লাজমাফেরেসিস করা হয়েছে। তবে তাতেও অভিনেতার শরীরে কোনওরকম উন্নতি হয়নি বলেই মত চিকিৎসকদের। এই সপ্তাহেই ফেলুদার শ্বাসনালিতে অস্ত্রোপচার অর্থাৎ ডাক্তারি পরিভাষায় ট্রাকিওস্টমি করা হয়। যা সফলভাবেই সম্পন্ন হয়েছিল বলেই জানানো হয় হাসপাতালের তরফে। তবে বয়সের কারণে চিকিৎসকদের দেওয়া সেরাটা অভিনেতার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না বলেই এদিন জানিয়ে দেন চিকিৎসক অরিন্দম কর।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরও এক সামরিক পরীক্ষায় সফল ভারত । এম ভারত নিউজ

ভারতীয় সীমান্তে অশান্তি লেগেই রয়েছে । এমতাবস্থায় ভারতীয় সামরিক শক্তির প্রদর্শন আমরা বারবার পাচ্ছি । নিজের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে ভারত । ইতিমধ্যেই বেশ কয়েকটি মিসাইলের সফল উৎক্ষেপণ তার প্রমাণ । এবার আরও এক নতুন মিসাইল পরীক্ষা করল ভারত । গতকাল শুক্রবারই বিকেল ৩ টে ৫০ মিনিটে ওডিশা […]

Subscribe US Now

error: Content Protected