“বলিউডের ছবি নকল করবেন না”, চিত্র পরিচালকদের হুঁশিয়ারি ইমরানের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের চিত্র পরিচালকদের সাফ সাফ জানিয়ে দিলেন কোনোভাবেই যেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের বলিউড ইন্ড্রাস্ট্রিকে নকল করে ছবি না বানানো হয়। পাশাপাশি তিনি মৌলিক চিন্তাভাবনার আধারে নতুন গল্প ফাঁদার পরামর্শও দিয়েছেন পাকিস্তানী পরিচালকদের উদ্দ্যেশ্যে। প্রসঙ্গত, রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন।

ইমরানের এই কথা বলার কারণ হল, তাঁর মতে একটি দেশের সংস্কৃতির সঙ্গে অন্য দেশের সংস্কৃতির বিস্তর তফাৎ থাকে এবং তিনি লক্ষ্য করছেন দীর্ঘদিন ধরে পাকিস্তানের চিত্র পরিচালকেরা ভারতীয় ছবিকে কার্যত নকল করেই বিভিন্ন পাকিস্তানী ঘরানার ছবি তৈরী করে চলেছেন। যে কারণে অন্য দেশের একটি ভিন্ন সংস্কৃতি পাকিস্তানে প্রবেশ করছে ফলে তাঁর দেশের মৌলিক যে সংস্কৃতি এবং দীর্ঘদিনের বহমান যে কৃষ্টি, তার তো ক্ষতি হচ্ছেই, পাশাপাশি দেশের আমজনতার মধ্যেও ছবির মাধ্যমে প্রচারিত সংস্কৃতি প্রবেশ করে মিশ্র সংস্কৃতির জন্ম ঘটাচ্ছে।

ভারতের পাশাপাশি তিনি আমেরিকার হলিউডের কথাও উল্লেখ করেছেন । হলিউড থেকেও ছবির গল্প না নিয়ে নিজেদের সংস্কৃতি এবং জীবন অভ্যাসের ওপর গুরুত্ব আরোপ করার নির্দেশ দিয়েছেন তিনি। বস্তুত, দেশের উঠতি পরিচালকদের প্রতি তিনি অনুরোধ করেছেন, তারা যেন নিজেরা গল্প তৈরী করে নিজেদের বুদ্ধিবলে পাকিস্তানের সংস্কৃতিকে মর্যাদা দিয়ে ছবি তৈরী করেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, নকল করলে কোনো শিল্পের মূল্য থাকে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্নান করতে নেমে খালের জলে তলিয়ে গেল কিশোর । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গাজিপুরে খালের জলে ডুবে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। মহিষাদলের জালিসাই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বেরা (১৬) দিন তিনেক আগে গাজিপুরে মামার বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুই মামাতো ভাইকে নিয়ে গ্রামেরই একটি খালে […]

Subscribe US Now

error: Content Protected