উত্তর কোরিয়ার খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। জানা যাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান বেশ কিছুদিন আগে এই বিষয়ে অবগত করেছিলেন সাধারণ মানুষকে । দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া খাদ্য সংকটে ভুগছে । তবে এবার রাষ্ট্রসঙ্ঘের দাবি আদায়ে আরও বড় খাদ্যসঙ্কট হতে চলেছে উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়ায় ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে আগামী মাস থেকে বেশ খানিকটা খাদ্যাভাবে ভুগতে চলেছেন সাধারণমানুষ। গত এক বছরে করোনার প্রবল ভয়াবহতার মধ্য দিয়ে গেছে এই দেশ। পাশাপাশি বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন তাঁরা। সব মিলিয়ে বেশ খানিকটা অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থা এই দেশের । আর এই পরিস্থিতিতে খাদ্যাভাবের সমস্যা যেন গোদের ওপর বিষফোঁড়া।

রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা গেছে, সে দেশে মোট খাদ্যের অভাব, ১১ লক্ষ টন । কিন্তু বাণিজ্যিক আমদানিতে মাত্রই ২ লক্ষ হাজার টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। যার ফলে এক বিপুল পরিমান খাদ্য সংকটে ভুগছে গোটা দেশ। যদিও এ প্রসঙ্গে কিম জানিয়েছেন, গত জুন মাসেই দেশের খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। দীর্ঘ বিপর্যস্ততা পেরিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা সচল করতে পারলেও, খাদ্য সংকট থেকে কোন ভাবেই মুক্তি পাচ্ছে না এই দেশ। তবে দেশের খাদ্য সংকট নিয়ে কিম এবং রাষ্ট্রসঙ্ঘের মিলিত উদ্বেগ, বিশ্বের দরবারে এক নয়া উদ্বেগের সৃষ্টি করেছে।