Read Time:1 Minute, 15 Second
পুজোয় বেলাগাম হতে পারে সংক্রমণ। এই আশঙ্কায় রাজ্যে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াল সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য দফতর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ১৬৩৯টি নতুন কোভিড বেডের ব্যবস্থা করেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সংকটজনক রোগীদের জন্য অতিরিক্ত ৬৩৫টি আইসিইউ বেডেরও বন্দোবস্ত করা হচ্ছে। এখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন রোগীরা। এরআগে চিকিৎসকদের যৌথমঞ্চ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কেরল ওনাম ও স্পেনের ফুটবল ম্যাচে দর্শক ঢোকার উদাহরণ টেনে তাঁরা সেখানকার বেলাগাম সংক্রমণের কথা তুলে ধরেন। পাশাপাশি সোমবারই পুজো নিয়ে করা জনস্বার্থ মামলার রায় নিয়ে পুজো মণ্ডপ নো এন্ট্রি করার নির্দেশিকা জারি করে কলকাতা হাইকোর্ট।
