Read Time:1 Minute, 21 Second
সেপ্টেম্বরেও চলবে লকডাউন । বুধবার নবান্নে তিনটি দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ বাংলায় পূর্ণ লকডাউন থাকবে । লকডাউনের বাকি দিনগুলি রাজ্য সরকার পরে ঘোষণা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি তিনি এও জানিয়েছেন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে যদি মেট্রো রেল ও লোকাল ট্রেন চলে তাহলে রাজ্যের কোনও সমস্যা নেই । সেক্ষেত্রে মেট্রো রেল এবং লোকাল ট্রেন চলতে পারে ১ সেপ্টেম্বর থেকেই । কিন্তু, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেলের সঙ্গে তাঁর একবার কথা হলে ভালো হয় । তবে রাজ্যে এখনই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানিয়ে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথাও জানিয়েছেন তিনি ।

