0
0
Read Time:1 Minute, 12 Second
শীতের দুপুরে দলছুট দাঁতালের তাণ্ডব বাঁকুড়ায়। বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়। বিগত কয়েক দশক ধরে হাতির সমস্যায় জর্জরিত জেলাবাসী। কখনো মানুষের প্রাণহানি তো কখনো বা ফসলের ক্ষয়ক্ষতি লেগেই রয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার মেজিয়া, গঙ্গাজলঘাঁটি, বেলিয়াতোড়, বড়জোড়া সহ বিভিন্ন ব্লক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দুপুরেও একটি দলছুট দাঁতাল চষে বেড়াল গোটা এলাকা।
এদিন দলছুট দাঁতালটি গ্রামবাসীদের খামারের মজুত করা ধান খেয়ে লোকালয় দাপিয়ে বেড়ালো। অবশেষে গ্রামবাসীদের তাড়া খেয়ে জাতীয় সড়কের ওপর দিয়েই ছুটে বেড়ালো দাঁতালটি। তবে এদিনও দেখা মেলেনি বনদফতরের কোনও কর্মীদের। গ্রামবাসীরাই মৃত্যু হাতে নিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেয়।