করোনার দাপটে দেশজুড়ে ভয়াবহ চিত্র ফুঁটে উঠেছে| কোথাও বেডের অভাব, কোথাও অক্সিজেন নেই, কোথাও পর্যাপ্ত ওষুধ নেই আবার কোথাও মারা গেলে সময়মত সৎকার করা হচ্ছেনা| এরকমই এক মর্মান্তিক দৃশ্য দেখা গেল তেলেঙ্গানায়|
কোভিডে মৃত স্ত্রী কে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেননি যুবক। শেষে বাধ্য হয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলেই ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শ্মশানে নিয়ে গেলেন স্বামী। কোভিডে মৃত মহিলার নাম নাগলক্ষ্মী| ভিক্ষাবৃত্তি করেই দিন চলত তাঁদের। গত কয়েক দিন ধরেই নাগলক্ষী খুব অসুস্থ ছিলেন।
স্ত্রী করোনা পরীক্ষাও করতে পারেননি,অর্থাৎ কোভিড টেস্ট করা হয়নি|সুতরাং, তিনি আদেও করোনা আক্রান্ত কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে| গত রবিবার অবস্থার অবনতি হওয়ায় নাগলক্ষ্মীর মৃত্যু হয়।স্ত্রীর শেষকৃত্যের জন্য রেলের পক্ষ থেকে আড়াই হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় কিন্তু তা সত্ত্বেও স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে পারেনি|ফলে তিনি বাধ্য হয়েই স্ত্রীর মৃতদেহ কোলে তুলে হেঁটেই শ্মশানে পৌঁছন|এই দৃশ্য দেখে তেলেঙ্গানা তথা সমগ্র ভারতবাসীর গা শিউরে উঠছে, এরকম মর্মান্তিক ঘটনার কবলে যেন আর কাউকে না পরতে হয়|