0
0
Read Time:1 Minute, 11 Second
মিড ডে মিলের ছোলা নিম্নমানের। এমনই অভিযোগ কোলাঘাট ব্লকের যোগীবেড়- কুমারহাট স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। মিড ডে মিল প্রকল্পে রাজ্যের স্কুল গুলিতে চাল, আলু, ছোলা, সাবান ও মাস্ক দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য সামগ্রীর পাশাপাশি ছোলা বিতরণ করা হচ্ছিল। সেইসময় কোলাঘাট ব্লকের যোগীবেড়- কুমারহাট স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ছোলা অতি নিম্নমানের বলে অভিযোগ তোলেন শিক্ষকরা। এরপরই বিষয়টি বিডিওর দফতরে জানানো হয়। তবে কোনও সমাধান মেলেনি বলেই দাবি স্কুলের প্রধান শিক্ষকের। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকেরাও।