দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL। আর ৪ বছর পর আইপিএল-এর মঞ্চ মাতাচ্ছেন অরিজিত সিং, রশমিকা মন্দানা এবং তমন্না ভাটিয়া। এই নিয়ে নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করেছে আইপিএল। এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এঁরা। শুক্রবার, ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হবে এই চমকপ্রদ অনুষ্ঠান। এর আগে হলি-বলির বহু তারকা এই মঞ্চে পারফর্ম করেছেন তবে এবারে সেই তালিকায় যোগ হচ্ছে প্রিয় গায়ক অরিজিত সিং-এর নাম। পাশাপাশি ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা এবং ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী তমন্না ভাটিয়ার নামও।

২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার পর আইপিএল-এর ম্যাচ হলেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি করোনার কারণে। আর তাই দীর্ঘ ৪ বছর পর এত চমক নিয়ে আসতে চলেছে আইপিএল। ৭০ টি লিগের ম্যাচের জন্য ১০ টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে খেলা হবে। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস।