বিজেপিতে ফের চরমে দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর দ্বন্দ্ব। দলের যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি আপাতত বরখাস্ত করা হল যুব মোর্চার সমস্ত জেলা সভাপতিদের। অস্থায়ী ভাবে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিজেপি জেলা সভাপতিদের হাতে। শুক্রবার সকালে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত এদিন সকালে শঙ্কুদেব পণ্ডা সহ বেশ কয়েকজনকে যুব মোর্চার সহ-সভাপতি ও সম্পাদক নিয়োগ করেন দিলীপ। তবে এবারই প্রথম নয়, মাস খানেক আগে যুব মোর্চার জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করে প্রত্যাহার করতে হয়েছিল সৌমিত্র খাঁকে।
অভিযোগ ছিল, বেছে বেছে নিজের পছন্দের লোককে কমিটিতে রেখেছেন তিনি। এবারও তাঁর বিরুদ্ধে অভিযোগ একই। সূত্রের খবর, সৌমিত্র বিজেপির নিয়ম বুঝতে না পারায় বারংবার রাজ্য সভাপতির সঙ্গে সংঘাত সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সৌমিত্র অনুগামীদের অভিযোগ, দলের মূল সংগঠনের সঙ্গে সমস্ত শাখা সংগঠনও নিজের হাতে চালাতে চান দিলীপবাবু।