গত রবিবার সাতচল্লিশে পা দিলেন হৃত্বিক রোশন। ২০১৯ এর শেষের দিকে শেষবারের মতো পর্দায় আসেন তিনি তাও একটি দুর্দান্ত বাস্তববাদী মুভির চরিত্র হয়ে। হ্যাঁ ঠিকই ধরেছেন “সুপার 30 “। তারপর থেকে বলিউডের এই অভিনেতাকে কোন চরিত্রের সামনাসামনি দেখা যায়নি। তাই এই দিন নিজের জন্মদিনে তার অনুরাগীদের উদ্দেশ্যে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন তিনি। সিদ্ধার্থ আনন্দ রিত্তিকের খুব পরিচিত একজন মানুষ, তাই তার প্রথম ছবিতে তিনি ঋত্বিকেই অভিনেতা হিসেবে চান।

সিদ্ধাত আনন্দের এই প্রথম ছবিতে জুটি বাঁধবেন দীপিকা এবং ঋত্বিক । দীপিকা ঋত্বিক অনুগামীদের অনেকদিনের স্বপ্ন হতে চলেছে পুরন , পাশাপাশি একই সাথে দেখতে পাওয়া যাবে তাদের দুজনকে। ফাইটার ছবির টিজার নিজেরাই নিজেদের টুইটারে আপলোড করেছেন অভিনেতা অভিনেত্রীরা।
পাশাপাশি ঋত্বিক এও জানান, মারফ্লিক্সের জন্য মমতা ও সিদ্ধার্থের প্রথম প্রযোজনা ফাইটার, তাতে অংশ নেওয়া আমার পক্ষে সম্মানের। এটা আমার কাছে আরও একটি কারণে স্পেশাল। কারণ, আমার এই পরিচালক বন্ধুর যাত্রা শুরু হয়েছিল একটি বিজ্ঞাপনের হাত ধরে। যার সাক্ষী ছিলাম আমি। ব্যাং ব্যাং এবং ওয়ার ছবির পরিচালনাও ও করেছে। এবার প্রযোজক হিসাবে ও পা রাখতে চলেছে। তাই আমি হৃদয়ের গভীর থেকেই উত্তেজনা অনুভব করছি। সিধ-কে ধন্যবাদ ওর এই যাত্রায় আমায় সামিল করার জন্য। এবার আকাশের দিকে তোমার যাত্রা শুরু হল।”
পাশাপাশি অভিনেত্রী দীপিকা পাডুকোন তার জন্মদিনে টুইটারে জানিয়েছিলেন” ড্রিম কাম ডু ট্রু ” । এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ঋত্বিক রোশানের সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন পূরণ হতে চলেছে দীপিকা পাডুকোনের। পাশাপাশি দেখতে পাওয়া যাবে দু’জনকেই এই মুভিতে।