শনিবার পাড়ায়-পাড়ায় ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি চালু করার ঘোষণা করল কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, WhataApp মেসেজ করতে হবে 9830037493 নম্বরে, ব্যাস আবেদন পেলেই করোনা হয়েছে কিনা বাড়ি এসে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সেই ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৪০-৫০ মিনিটের মধ্যে জানিয়ে দেবে কলকাতা পুরসভা । শারীরিক অবস্থার বিবেচনা করে পরবর্তী কোন পদক্ষেপ নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে তখনই । এ-ছাড়াও কোমর্বিডিটি চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভে করে ডেটাবেস তৈরি করবে কলকাতা পুরসভার একটি বিশেষ টিম । টেস্টের আবেদনের মেসেজে দিতে হবে নাম এবং ঠিকানা । তবে, একসঙ্গে নূন্যতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করলেই এই সুবিধা মিলবে । সে ক্ষেত্রে কোন একটি এলাকা বা জনগোষ্ঠীর দ্বারা আবেদন করা যেতে পারে ।
একটা ‘WhatsApp’ মেসেজেই করোনা পরীক্ষা, দেখুন কিভাবে সম্ভব
শনিবার পাড়ায়-পাড়ায় ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি চালু করার ঘোষণা করল কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, WhataApp মেসেজ করতে হবে 9830037493 নম্বরে, ব্যাস আবেদন পেলেই করোনা হয়েছে কিনা বাড়ি এসে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সেই ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৪০-৫০ মিনিটের মধ্যে জানিয়ে দেবে কলকাতা পুরসভা । শারীরিক অবস্থার বিবেচনা করে পরবর্তী কোন পদক্ষেপ নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে তখনই । এ-ছাড়াও কোমর্বিডিটি চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভে করে ডেটাবেস তৈরি করবে কলকাতা পুরসভার একটি বিশেষ টিম । টেস্টের আবেদনের মেসেজে দিতে হবে নাম এবং ঠিকানা । তবে, একসঙ্গে নূন্যতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করলেই এই সুবিধা মিলবে । সে ক্ষেত্রে কোন একটি এলাকা বা জনগোষ্ঠীর দ্বারা আবেদন করা যেতে পারে ।