মুখ্যমন্ত্রীর ধমকের পরেই চিংড়িঘাটায় মন্ত্রী সুজিত বসু। এম ভারত নিউজ

Mbharatuser

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই চিংড়িঘাটায় দুর্ঘটনা রুখতে অতিতৎপর হয়ে উঠেছে প্রশাসন। এবার শুক্রবার চিংড়িঘাটা ফুটওভারব্রিজ পরিদর্শনে গেলেন মন্ত্রী সুজিত বসু।

0 0
Read Time:2 Minute, 0 Second

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই চিংড়িঘাটায় দুর্ঘটনা রুখতে অতি তৎপর হয়ে উঠেছে প্রশাসন। এবার শুক্রবার চিংড়িঘাটা ফুটওভারব্রিজ পরিদর্শনে গেলেন মন্ত্রী সুজিত বসু। খুব শীঘ্রই সাধারণের জন্য ফুটওভারব্রিজ চালু করে দেওয়া হবে, এমনটাই জানালেন তিনি। এদিন সুজিত বসু চিংড়িঘাটা ফুটওভারব্রিজ পরিদর্শন তাঁর সঙ্গে ছিলেন ডিসি সাউথ (ট্রাফিক), কেএমডিএ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। ফুটওভারব্রিজ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “চিংড়িঘাটায় কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। কী কারণে চিংড়িঘাটায় বারবার দুর্ঘটনা ঘটছে, কেনই বা যানজট তৈরি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ’র তরফে আইআইটি খড়গপুরকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।”

ওই এলাকার স্থানীয়দের দাবি, চিংড়িঘাটা ফুটওভারব্রিজ চালু হলে ভীষণ উপকৃত হবেন সুকান্ত নগর, বাসন্তী কলোনি-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। সেক্ষেত্রে দুর্ঘটনা অনেকটা কমবে বলেই দাবি তাদের। স্থানীয়দের কথা মাথায় রেখে খুব শীঘ্রই চিংড়িঘাটার ফুটওভারব্রিজ চালু করে দেওয়া হবে বলে শুক্রবার আশ্বাস দেন মন্ত্রী সুজিত বসুর। তিনি আরও জানান, ফুটওভারব্রিজের পর চিংড়িঘাটায় একটি সাবওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অন্ধ্রে হড়পা বানে তিন জনের মৃত্যু, নিখোঁজ একাধিক । এম ভারত নিউজ

স্বয়ং মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির জেলা কারাপ্পাতেই বাঁধের নিয়ম লঙ্ঘন করা হলো। আর তার ফল ভোগ করতে হলো সাধারণ মানুষকে। শুক্রবার অন্ধ্রের কারাপ্পা জেলায় একটি উপনদীতে হড়পা বানের জেরে তিনজন প্রাণ হারালেন

Subscribe US Now

error: Content Protected