কৃষি আইন নিয়ে বিতর্কের নিষ্পত্তিতে আজ দশম দফায় বৈঠক হতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি ইউনিয়নগুলির নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়েরা। পাশাপাশি উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের তৈরি নিরপেক্ষ কমিটির সদস্যরা। যদিও ১৯শে জানুয়ারি হওয়ার কথা ছিল এই দশম দফার বৈঠক কিন্তু নিরপেক্ষ কমিটির সদস্যরা প্রথমবারের মতো বৈঠক করেন কুড়ি তারিখে সে ক্ষেত্রে কৃষক এবং কেন্দ্রের বৈঠক পিছিয়ে যায়।

ইতিমধ্যেই প্রায় নটি বৈঠক বিফল হয়েছে । কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই কৃষি আইন প্রত্যাহার করা হবেনা । অপরদিকে কৃষক ইউনিয়নগুলি মানতে নারাজ এই কৃষি আইন। এর আগেও একই আর্জি নিয়ে হয়েছে ট্রাক্টর মার্চ ,দলে দলে ট্রাক্টর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে রাজধানীর উদ্দেশ্যে । পরবর্তীতে জানানো হয়েছিল এর পরে আবার বৈঠক বিফল হলে ২৬ শে জানুয়ারি আরও বড় ট্রাক্টর মার্চ করা হবে। সেক্ষেত্রে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিশিষ্ট অতিথি আসেন সেইদিন । সেই ক্ষেত্রে দেশের এমন পরিস্থিতি বিদেশ থেকে আসা অতিথিদের সামনে আসুক চাইছে না কেন্দ্র তাই এই জরুরী বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই বৈঠকের পর কতটা সাফল্য আসে সেটাই দেখার ।