নয়া সরকার ক্ষমতায় আসার পরই, আজ সকালেই গাজায় ফের বিমান হামলা করল ইসরায়েলের বায়ুসেনা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই প্যালেস্তাইনের সীমান্ত থেকে দক্ষিণ ইজারায়েলে আগুনের বেলুন উড়ে এসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তারক্ষীরা। আর তার পাল্টা জবাব দিতে গিয়ে গাজায় ফের হামলা চালাল ইসরাইল।

প্রসঙ্গত উল্লেখ্য আজকের সকালের এই হামলা কিছুদিন আগেই ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে চলা এক বিধ্বংসী যুদ্ধের ইতিহাস মনে করিয়ে দেয় যদিও বহিঃশক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপের মাধ্যমে এই যুদ্ধেরবিরতি ঘোষণা করা হয়। ১১ দিনের সেই যুদ্ধে ২৬০ জন প্যালেস্তানীয়ষ এবং ১৩ জন ইজারায়েলির মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল, এ ছাড়াও বেশকিছু অফিস আবাসন এবং অন্যান্য বিল্ডিং গুলি ধ্বংস হয়ে গিয়েছিল। রাতের ঘুম উড়ে ছিল দুই দেশের জনগণের। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে ইসরাইলের নয়া প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন নাফতালি বেনেট। তাছাড়াও ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইসরাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।