Read Time:2 Minute, 19 Second
কাঙ্কেরে বৃহস্পতিবার এক যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। গভীর রাতে মেয়েটির দেহ নগ্ন অবস্থায় ফার্মের কুঁড়েঘরের একটি ঝুপড়িতে পাওয়া যায়। আশঙ্কা, ধর্ষণের পরে তাকে হত্যা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরেই আসল ঘটনা সামনে আসবে । বর্তমানে কোতোয়ালি থানা পুলিশ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে খুনের মামলা করেছে । ঘটনার পর থেকেই নিখোঁজ থাকায় সন্দেহ যায় ওই যুবকের দিকে । জানা গেছে, মালগাঁওয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী এই কিশোরী বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ তার ছোট ভাই এবং প্রতিবেশী যুবক গাঙ্গেশ্বর মন্দাভীর সঙ্গে ফার্ম পাহারা দিতে গিয়েছিল । গঙ্গেশ্বর সেখানে বেড়া তারের সংশোধন করতে গিয়েছিলেন। সেখানেই সে বাচ্চাদের গুডাখু আনার জন্য দোকানে পাঠালে তারা ফিরে এসে মেয়েটিকে আর দেখতে পায়নি । মেয়েটি নারায়ণপুর কৃষি কলেজে ভর্তি হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই তার হস্টেলেও যাওয়ার কথা ছিল । তারপর তাঁরা সেখানে মেয়েটির জন্য অপেক্ষা করার পরেও সে না আসলে বাচ্চারাই গিয়ে যুবতীর বাড়িতে খবর দেয় । এরপর বাড়ির লোকজন খামারে পৌঁছে তল্লাশি শুরু করলে সেখানেই মেয়েটির নগ্ন দেহ পড়ে থাকতে দেখে । তার মুখ এবং শরীরে ছিল একটি ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের চিহ্ন । গঙ্গেশ্বর মন্দাভির বিরুদ্ধে হত্যার অভিযোগ করে যুবতীর বাবা । পুলিশ এই মুহূর্তে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ।