বাড়ল আন্তর্জাতিক বিমান চলাচলে স্থগিতাদেশের মেয়াদ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 49 Second

করোনা সংক্রমনের কারণে দেশে আরও বাড়ল আন্তর্জাতিক বিমান পরিসেবা স্থগিতাদেশের মেয়াদ। বেসামাল করোনা পরিস্থিতি দেশ জুড়ে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রায় দুমাস পর সবেমাত্র সামান্য নামতে শুরু করেছে করোনা গ্রাফ, এই পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে তাই আন্তর্জাতিক বিমান পরিসেবা এখনও বেশ কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচল। তবে করোনা আবহে বেশ কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি সাক্ষর করেছিল ভারত।এই এয়ার বাবল চুক্তিভুক্ত ২৭টি দেশের মধ্যে নিয়ম মেনে অবশ্য চালু থাকছে বিমান পরিসেবা। এদিন ডায়রেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)  একটি বিবৃতি পেশ করে জানায় যে করোনার কারণে আপাতত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচলে। আগের নির্দেশিকা অনুযায়ী চলতি মাসের ৩১ তারিখ অবধি বন্ধ ছিল বিমান পরিসেবা। এবার তা আরও একমাস বাড়িয়ে ৩০শে জুন অবধি করা হল। পণ্য পরিবাহী বিমান গুলি অবশ্য এই নিয়মের বাইরেই থাকছে, এমনটাই জানা গিয়েছে সংস্থার মাধ্যমে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কত হবে করোনার নয়া ওষুধ ২ ডিজি-র দাম, জেনে নিন । এম ভারত নিউজ

এবার কেন্দ্র থেকে বেঁধে দেওয়া হল করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ২ডিজি এর দাম। চলতি মাসের শুরুর দিকেই দেশে অনুমোদন পায় DRDO এর তৈরি এই ওষুধ। এবার বেঁধে দেওয়া হল তার দাম। ওষুধটির প্রতিটি পাউচের দাম ৯৯০টাকা নির্ধারিত করা হয়েছে কেন্দ্রের তরফে। যদিও সরকারি হাসপাতাল, কোভিড হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই ওষুধে মিলবে […]

Subscribe US Now

error: Content Protected