বাতিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 56 Second

শেষপর্যন্ত টানাপোড়েনের ইতি। এবছরেও হচ্ছে না শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলা। তার পরিবর্তে পৌষমেলার সময়েই শিবপুর মৌজার গীতবিতান মঞ্চে হস্তশিল্প মেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। শনিবার এলাকার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে নতুন মেলার কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এদিন তিনি জানান, ডিসেম্বরের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে রাজ্য সরকার আয়োজিত হস্তশিল্প মেলা। স্থানীয় হস্তশিল্পীদের কাজ সকলের সামনে তুলে আনতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার লক্ষ্যেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলেই জানালেন মন্ত্রী। সরকারের এই উদ্যোগে সকলে খুশি হলেও ঐতিহ্যবাহী পৌষমেলার ভবিষ্যৎ যে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে তা বুঝছেন সকলেই। তবে কি পৌষমেলা চিরকালের মত বন্ধই হয়ে যাবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।

শনিবার বোলপুরের ক্ষুদ্র বাজার এলাকাটি পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা। ব্যবসায়ীদের সঙ্গে হস্তশিল্প মেলার বিষয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। এই আলোচনাতেই স্থির হয়, এবছর ক্রিসমাসের সময় এখানেই হস্তশিল্প মেলা হবে। ২৩ থেকে ২৬ ডিসেম্বর রাজ্য সরকারই এই মেলার আয়োজন করবে। এই মেলাকে শান্তিনিকেতনের পৌষমেলার বিকল্প হিসেবে দেখা যেতেই পারে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হস্তশিল্প মেলার কথা ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্য, বোলপুরে এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যেখানে ঘরে ঘরে অত্যন্ত সুন্দর হাতের কাজ হয়। তবে সেসব শিল্পীদের ক্ষেত্রে তাদের প্রতিভা প্রচারের আলোয় আসার খুব একটা সুযোগ নেই। তাই তাঁদের জন্যই এবার থেকে প্রতি বছর ডিসেম্বরে গীতবিতান মঞ্চে হস্তশিল্প মেলা বসবে। তাতে স্থানীয় স্তরে ব্যবসাও ভাল হবে বলেই এদিন আশাপ্রকাশ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের সর্বসেরা রাজ্য বাংলা, স্বীকৃতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের । এম ভারত নিউজ

ফের তৃণমূল সরকারের মুকুটে যুক্ত হল নতুন পালক। এবার ’স্টেট অফ দ্য স্টেটস’ অ্য‌াওয়ার্ডে রাজ্য সরকারকে ভূষিত করল সর্বভারতীয় মিডিয়া হাউস ‘ইন্ডিয়া টুডে’। সংবাদমাধ্যম সংস্থাটির তরফে পশ্চিমবঙ্গকে এই প্রেস্টিজিয়াস পুরস্কার প্রদানের প্রসঙ্গে জানানো হয়েছে, রাজ্যের একদম তৃণমূল স্তরে সমস্তরকম পরিষেবা পৌঁছে দেওয়া স্বীকৃতি হিসেবেই পশ্চিমবঙ্গকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নানান জনহিতকর […]

Subscribe US Now

error: Content Protected