প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ। দেশজুড়ে অমিল হাসপাতালের বেড, মিলছেনা অক্সিজেনও । নুন্যতম চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অগনিত মানুষ। শুধুই আতঙ্ক এবং আশঙ্কা চারিদিকে। এমতাবস্থায় যখন মানুষ ভালো কোনো কিছুর আশা ছেড়েই দিয়েছেন তখন আশার আলো দেখাল গত ২৪ ঘন্টার করোনা আক্রান্ত এবং সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় দেশে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার, কমছে আক্রান্তের সংখ্যা।

সোমবার সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। বিগত কয়েকদিন ধরে ক্রমশই কমছে করোনা সংক্রমনের হার। মাত্র কয়েকদিন আগেই প্রতিদিন যে আক্রান্তের সংখ্যা চার লক্ষ পেরোচ্ছিল বর্তমানে তা নেমে এসেছে ৩ লক্ষের ঘরে । যার ফলে বেশ কিছুটা আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা । গত ২৪ ঘন্টায় ৩৮৭৬ জনের মৃত্যু হলেও তাও বিগত দিনের চেয়ে বেশ কিছুটা কম।