বিগবি থেকে টাটা-আম্বানী, রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাট! এম ভারত নিউজ

admin

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0 0
Read Time:2 Minute, 27 Second

লোকসভা ভোটের আগেই উদ্বোধন হতে চলেছে উত্তরপ্রদেশের রাম মন্দির। উদ্বোধন ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১২.১৫ নাগাদ প্রাণ প্রতিষ্ঠা সহ আচার অনুষ্ঠান হওয়ার কথা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত মোদির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিতে পারেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন তার তালিকা তৈরি হয়ে গেছে। তারকা থেকে ব্যবসায়ী, খেলার জগতের সেলেবদের নিয়ে তৈরি হয়েছে সেই লিস্ট। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিগ বি অভিনেতা বচ্চন, খেলার জগতের থেকে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ ‘রাম’ অরুণ গোভিল এবং ‘সীতা’ দীপিকা চিখিলিয়া প্রমুখ। উপস্থিত থাকবেন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সন্ন্যাসী থেকে ভক্তরাও। থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর ৪ হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা।

রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর: সাংসদ পদ খারিজ মহুয়ার। এম ভারত নিউজ

৪৯৫ পাতার রিপোর্ট কিভাবে ২ ঘণ্টার কম সময়ে পড়া সম্ভব?

Subscribe US Now

error: Content Protected