সপ্তম দফায় রাজ্যে চলছে নির্বাচন। এদিন বেলা ৩:৪৫ পর্যন্ত গড়ে ভোটদানের হার ৬৭.২৭ শতাংশ। আজ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে রাজ্যের পাঁচ জেলার। ৩৪ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। কলকাতাতে ভোটগ্রহণ হচ্ছে চার আসনে, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে ৯ টি আসনে ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।পশ্চিম বর্ধমানেও ভোটগ্রহণ চলছে ৯টি আসনে, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।মালদা মোট ভোটগ্রহণ চলছে ৬ টি আসনে ,হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।দক্ষিণ দিনাজপুরে ভোটগ্রহণ চলছে ৬ টি আসনে যথা ,কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। ভোটগ্রহণের নিরিখে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। বেলা ৩:৪৫ অব্দি মুর্শিদাবাদে মোট ভোট পড়েছে ৭২.৬৬ শতাংশ , ভোটগ্রহণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের মোট ভোটের হার ৭২.৫৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে মালদা ,মালদায় মোট শতকরা ভোট পড়েছে ৭০.১৪ শতাংশ।পশ্চিম বর্ধমানে ৬২.৪২ এবং কলকাতা দক্ষিণে ৫২.৯৭ শতাংশ ভোট পড়েছে।
সপ্তম দফা নির্বাচনে বেলা ৩:৪৫ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জেনে নিন । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 58 Second