বিধানসভা নির্বাচন ২০২১-এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । এর পর গত ৩০ জুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তার পরেই দ্রুত গতিতে বাড়তে থাকে আবেদনের পরিমাণ । গতকাল ৯ জুলাই পর্যন্ত কার্ডের মোট ২৫,৮৪৭ টি আবেদন জমা পড়েছে । প্রায় ১৩৫৫ কোটি টাকার ঋণ চেয়ে আবেদন জানিয়েছেন পড়ুয়ারা । আবেদনকারীর মধ্যে ১৬,৩৮৪ জন ছাত্র ও ৯,৪৬১ জন ছাত্রী রয়েছেন । যাঁদের মধ্যে রাজ্যের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ ও রাজ্যের বাইরে পাঠরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫,৮৯৯ । আজ শনিবার ১০ জুলাই অবধি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৫৫ কোটি ।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিশ্রুতি মত রাজ্যে আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যাতে কোন ছাত্র-ছাত্রীর টাকার জন্য পড়াশোনা থেমে না যায় । আর বাবা-মায়েরও যেন চিন্তা না বাড়ে । এই কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন ছাত্র-ছাত্রীরা । তবে এই প্রকল্প কতদিন বহাল থাকে আর কতখানি কার্যকরী হয় এখন সেটাই দেখার ।