করোনার দাপটে গোটা বিশ্বের বিষ নজরে পড়েছে চিন। চিনের সংক্রমণের টেউ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরপর নিউ নর্মাল জীবনযাপনে একরকম গা সয়া হয়ে গিয়েছে আমাদের। এরকম পরিস্থিতিতে এক অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিল করোনা উৎসস্থল সেই চিনই।

সম্প্রতি চিন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। সেখানেই অংশ নেন বহু মডেল। এই শো হালফিলের ফ্যাশন শো’র থেকে একেবারে আলাদা। মডেলদের পরনে ছিল পিপিই কিট। হ্যাঁ ঠিকই পড়লেন। পিপিই কিট পড়েই তাক লাগালেন। করোনা পরিস্থিতিতে এই ফ্যাশন শো-তে বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।
ইতিমধ্যে এই ধরনের ব্যতিক্রমী ফ্যাশন শো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে ফ্যাশন শো সম্পর্কে সচেতন ব্যক্তিরা এই নিয়ে আলোচনাও করছেন। এমন
ফ্যাশন শো’র দেখে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন এমন অনেক মানুষই নাকি পিপিই কিটের প্রেমে মজেছেন। স্বাভাবিকভাবেই লাভের মুখ দেখছেন পিপিই কিট প্রস্তুতকারকরাও। নিউ নর্মালে তাঁদের ব্যবসা মন্দা যাচ্ছে না।