অভিনব ফ্যাশন শো চিনে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 41 Second

করোনার দাপটে গোটা বিশ্বের বিষ নজরে পড়েছে চিন। চিনের সংক্রমণের টেউ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরপর নিউ নর্মাল জীবনযাপনে একরকম গা সয়া হয়ে গিয়েছে আমাদের। এরকম পরিস্থিতিতে এক অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিল করোনা উৎসস্থল সেই চিনই।

সম্প্রতি চিন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। সেখানেই অংশ নেন বহু মডেল। এই শো হালফিলের ফ্যাশন শো’র থেকে একেবারে আলাদা। মডেলদের পরনে ছিল পিপিই কিট। হ্যাঁ ঠিকই পড়লেন। পিপিই কিট পড়েই তাক লাগালেন। করোনা পরিস্থিতিতে এই ফ্যাশন শো-তে বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।

ইতিমধ্যে এই ধরনের ব্যতিক্রমী ফ্যাশন শো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে ফ্যাশন শো সম্পর্কে সচেতন ব্যক্তিরা এই নিয়ে আলোচনাও করছেন। এমন
ফ্যাশন শো’র দেখে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন এমন অনেক মানুষই নাকি পিপিই কিটের প্রেমে মজেছেন। স্বাভাবিকভাবেই লাভের মুখ দেখছেন পিপিই কিট প্রস্তুতকারকরাও। নিউ নর্মালে তাঁদের ব্যবসা মন্দা যাচ্ছে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামী বছরের শুরুতেই জয়েন্ট, জানালেন শিক্ষামন্ত্রী । এম ভারত নিউজ

জয়েন্ট মেন 2021- প্রথম দফায় পরীক্ষা হবে ২৩-২৬ ফেব্রুয়ারির মধ্যে, বুধবার জানালেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন তিনি জানান, পোখরিয়াল জানান যে আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে জয়েন্ট পরীক্ষা হবে। শেষ পরীক্ষা হওয়ার ৪-৫ দিন পরে ফলাফল বের হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার অনলাইনে আবেদন […]

Subscribe US Now

error: Content Protected