ফের দুর্ঘটনার কবলে মিগ-২৯ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

ফের দুর্ঘটনায় মিগ-২৯ যুদ্ধবিমানে। এবার প্রশিক্ষণ চলাকালীন সমুদ্রে ভেঙে পড়ল নৌবাহিনীর এই যুদ্ধবিমান।দুর্ঘটনার পর এক বিমানচালককে উদ্ধার করা হয়েছে। তবে, খোঁজ মেলেনি তাঁর সঙ্গীর। তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ প্রশিক্ষণের জন্যে আরব সাগরের ওপর চক্কর কাটছিল ওই মিগ ২৯ যুদ্ধবিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে আরবসাগরে। তড়িঘড়ি এক বিমান চালককে উদ্ধার করা হয়। তবে, অনেক চেষ্টাতেও অপর চালকের খোঁজ মেলেনি। ইতিমধ্যেই নৌবাহিনীর তরফে দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি বিবৃতিতেও ভারতীয় নৌসেনা জানিয়েছে, ‘একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে।’

প্রসঙ্গত, এরআগে তিনবার দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার এই যুদ্ধবিমান। গত ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণ উড়ানে বেরিয়ে গোয়ায় ভেঙে পড়ে একটি মিগ-২৯। সে যাত্রায় অবশ্য বিমানচালক প্রাণে বাঁচেন। গত নভেম্বর মাসে পাখির ধাক্কা লাগার পরে দুর্ঘটনায় পড়ে গোয়ার নৌসেনা ঘাঁটি থেকে ওড়া দুই আসন বিশিষ্ট মিগ-২৯কে বিমান ভেঙে পড়ে। সে বারও রক্ষা পান বিমানের দুই পাইলট।

এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে গোয়ার আইএনএস হংস যুদ্ধজাহাজের রানওয়ে থেকে পিছলে যায় একটি মিগ-২৯কে বিমান। কোনও মতে রক্ষা পান চালক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BREAKING : মন্ত্রিসভা থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর । এম ভারত নিউজ

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবারই হুগলি রিভার ব্রিজ কমিশনারসের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেয় মমতার সরকার। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য মন্ত্রিসভার পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন তিনি। তাতে তিনি […]

Subscribe US Now

error: Content Protected