কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের মত হাইপ্রোফাইল ব্যক্তিদের ইমেল হ্যাকের খবর প্রকাশ্যে এসেছিল। বিষয়টি নিয়ে তদন্তকারীরা সেলও গঠন করে। তবে এবার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। আর তা হলে কেউ চিনা গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করে। এই অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এক ফ্রিলান্স সাংবাদিককে। তাঁর সঙ্গে এক চিনা মহিলা এবং তাঁর নেপালি সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। দেশের গোপন তথ্য পাচার করা হচ্ছে ভারতের চরম শত্রু চিনে। এই অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মাকে। এই একই অভিযোগে শনিবার সকালে এক চিনা মহিলা কুইং শি এবং তাঁর নেপালি সঙ্গী শের সিংকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। এই তিনজনের বিরুদ্ধেই অভিযোগ ভারত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং গোপন তথ্য তাঁরা চিনে পাচার করছিলেন। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের তরফে জানানো হয়েছে চিনের ইন্টেলিজেন্স এঁদের ব্যবহার করত। সরাসরি সেখানেই তথ্য পাচার করতেন এই তিনজন। এই তিন অভিযুক্তের থেকে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে।
প্রচুর টাকার বিনিময়ে ওই চিনা মহিলা সাংবাদিকের কাছ থেকে ভারতের একাধিক গোপন তথ্য সংগ্রহ করছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
