দেশজুড়ে করোনার দ্বিতীয় স্টেনের ধাক্কা শুরু হতেই ফের কড়াকড়ি শুরু হয়েছে প্রশাসনের। রীতিমতো নড়েচড়ে বসেছে বিভিন্ন রাজ্যের প্রশাসনিক মহল। বিশেষত করনা সংক্রমণ রোগ তাই এরকম সিদ্ধান্ত নিয়েছেন তারা। সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে নানান নতুন নতুন বিধি লাগু করা হয়েছে ।
ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যেকোনো জনবহুল এলাকাতেই মাস্ক আবশ্যক। মুখে মাস্ক না থাকলেই রযু হতে পারে মামলা। হ্যাঁ ঠিকই শুনেছেন, মাস্ক পড়তে ভুলে গেছেন, আপনাকে যেতে হতে পারে শ্রীঘরে। বিশেষত বাসে ট্রেনে ট্রামে এবং কোন জনবহুল এলাকা যেমন বাজার শপিং মল ইত্যাদিতে কাউকে মাস্ক ছাড়া দেখতে পাওয়া গেলে ভারতীয় দণ্ডবিধির ৫১ ও ৬০ নম্বর বিপর্যয় মোকাবিলা আইনের ধারায় মামলা করা হবে।
এখানেই শেষ নয় তেলেঙ্গানা রাজ্য সরকারের তরফ থেকে আগামী ৩১ এপ্রিল পর্যন্ত কোন জমায়েতের মাধ্যমে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি । বিশেষত সাধারণ মানুষের সংক্রমিত হওয়ার কথা চিন্তা করেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। সামনে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান ,শব-ই-বরাত, হোলি, উগাদি, রাম নবমী, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, রমজান তবে অনুমতি মেলেনি প্রকাশ্যে পালনের। একসঙ্গে বহু মানুষের জমায়াত হলে দ্রুততার সাথে বাড়তে পারে সংক্রমণ, সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার ।