জলঙ্গীর নির্দল প্রার্থীর অশ্লীল ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় সরাসরি এক তৃনমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ তোলেন নির্যাতিতা। লিখিত অভিযোগ দায়ের করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার নির্দল প্রার্থী সৈয়দ রাফিকা সুলতানা। তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। দল টিকিট না দেওয়ায় নির্দলের হয়ে ভোটযুদ্ধে নেমেছেন তিনি। এই পরিস্থিতিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাফিকা সুলতানার একটি আপত্তিকর ছবি। শনিবার এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন ওই নেত্রী। তিনি অভিযোগ করেন যে ওই ঘটনার নেপথ্যে আছেন তৃনমূল নেতা মোজাম্মেল শেখ। সাংবাদিক সম্মেলনে রাফিকা বলেন, “তৃণমূল কংগ্রেস জলঙ্গিতে প্রার্থী করেছে সিপিএম থেকে আসা আবদুর রাজ্জাক মণ্ডলকে। যাকে দলের অনেক মানুষ মেনে নিতে পারছেন না। তাঁরাই আমাকে নির্দল প্রার্থী করেছে। এরপর থেকেই তৃণমূল প্রার্থীর অনুগামী কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আমাকে গালমন্দ শুরু করেছে। সেগুলিকে পাত্তা দিইনি। কিন্তু খয়রামারী গ্রাম পঞ্চায়েতের সদস্য মোজাম্মেল শেখ যেটা করেছেন, তা সহ্যের সীমা অতিক্রম করেছে। আমাকে সমাজের চোখে ছোট প্রতিপন্ন করার জন্য, আমার মুখের ছবি একজন মহিলার নগ্ন ছবির সঙ্গে জুড়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।”
জলঙ্গির তৃণমূলের প্রার্থী আবদুর রাজ্জাক মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন বলেন, “মোজাম্মেল যেটা করেছে তা অন্যায়। ওই ঘটনা জানার পর ওর নিজের মেয়ে তাকে বাবা বলে ডাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে।” তিনি আরও বলেছেন, “রাফিকার গণতন্ত্রিক অধিকার রয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার। তাঁর সঙ্গে ভোটের ময়দানে লড়াই হবে। তাই বলে একজন মহিলাকে এভাবে হেনস্থা করার পক্ষপাতি নই আমি। আমাদের প্রত্যেকের ঘরেই মা, বোন, মেয়ে রয়েছে।” অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যেই মোজাম্মেলকে গ্রেফতার করেছে পুলিশ।