হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর৷ আইপিএলে টেলিভিশনের ধারাভাষ্যকর হিসেবে কাজ করতে মুম্বইয়ে ছিলেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান৷ বৃহস্পতিবার সকালে তাঁর সহকর্মী ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্টও করেন৷ হোটেলের লবিতে ক্রিকেট নিয়ে আলোচনা করার সময় তাঁর হার্ট অ্যাটাক হয়৷তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়েছিল৷ তবে তা ব্যর্থ হয়৷জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেছেন৷ ১১টি সেঞ্চুরির সাহায্যে ৩৬৩১ রান করেছেন৷ গড় ৪৬.৫৫৷ ১৯৮৬ সালের ভারতের বিরুদ্ধে টাই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই অজি ব্যাটসম্যান৷ এছাড়া ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটে শোক প্রকাশ করেন টিম ইন্ডিয়ার কোচ তথা এক সময় তাঁর ধারাভাষ্যকর হিসেবে সহকর্মী রবি শাস্ত্রী৷ অজি ক্রিকেটারের এভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ ক্রিকেট মহল।
