0
0
Read Time:1 Minute, 12 Second
ভারতে এই প্রথম সমুদ্রের নীচ দিয়ে কেবল লাইন পাতা হল। আজ সোমবার সমুদ্রের নীচ থেকে ২৩১২ কিলোমিটার লম্বা অপটিকাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মোদী ওই প্রকল্পের উদ্বোধন করেন। এদিন ওই লাইন চালু করে প্রধানমন্ত্রী বলেন, ” পোর্ট ব্লেয়ার, লিটল আন্দামান ও স্বরাজ দ্বীপ সহ আন্দামানের এক বিরাট অংশে পরিষেবা দেবে এই কেবল লাইন।” চেন্নাই থেকে এই কেবল লাইন যাচ্ছে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার অবধি। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের টেলিকম পরিষেবা আগের চেয়ে অনেক উন্নত হবে। ভারতের মূল ভূখণ্ডের মতোই হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটি পাবেন সেখানকার মানুষ ।