FCC থেকে প্রেস ক্লাব, নিষিদ্ধ ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 41 Second

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কাশ্মীর ফাইলস’ ছবির নাম এখন সকলের মুখে মুখে । আর সেই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকেই নিষিদ্ধ করা হল প্রেস ক্লাবের তরফে । জানা গেছে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল তাঁর । আর তাতেই বাঁধা দিয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব । এর পরেও প্রেস ক্লাব অব ইন্ডিয়াও তাঁর সম্মেলন নাকচ করে দেয় । আর এতেই যথেষ্ট ক্ষুব্ধ পরিচালক । নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন তিনি । এমনকি তিনি এও জানান যে, আগামী বৃহস্পতিবার একটি পাঁচতারা হোটেলেই তিনি সাংবাদিক সম্মেলন সারবেন এবং সেখানে কঠিন থেকে কঠিনতম প্রশ্নের উত্তর দেবেন । উল্লেখ্য গত মঙ্গলবার ফরেন করেসপন্ডেন্স ক্লাব থেকে তাঁকে ব্যান করা হলে তিনি প্রেস ক্লাবে নিজের সাংবাদিক সম্মেলন করার কথা ঘোষণা করেন পাশাপাশি ট্যুইটে তিনি FCC-কে ‘বাক স্বাধীনতার পাহারাদার (the watchdogs of free speech’ বলেও মন্তব্য করেন । আর এরপরেই এই বিতর্ক আরও জোরদার রূপ ধারণ করে এবং PCI থেকেও নিষিদ্ধ করা হয় বিবেককে । আজ বুধবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফের ট্যুইট করেন পরিচালক । তিনি লেখেন, ”ওয়াও! প্রেস ক্লাব অফ ইন্ডিয়াও আমাকে বাতিল করে দিয়েছে। গণতন্ত্রের পাহারাদার ও বাক স্বাধীনতার মসীহারা আমাকে কেবল অগণতান্ত্রিক ভাবেই নিষিদ্ধ করেনি, এমনকি মিথ্যেও বলেছে (Wow! @PCITweets also cancelled me. The watchdogs of democracy and messiah of free speech not only banned me undemocratically but are also lying through their teeth)।” যদিও প্রেস ক্লাবের তরফে জানানো হয়েছে, কেবল বিবেকই নন, কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকেই ৫ মে পর্যন্ত সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হচ্ছে না ক্লাব প্রাঙ্গণে । বৃহস্পতিবার তাঁর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে কি হয় সেটাই এখন দেখার ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা মিটলেই কার্যকর হবে CAA: শাহ । এম ভারত নিউজ

ফের শুরু CAA বিতর্ক, বড় ঘোষণা শাহের । আজই দু’দিনের সফরে রাজ্যে এসছেন অমিত শাহ । আর এসেই রীতিমত চিন্তায় ফেলে দিলেন বহু মানুষ তথা রাজনৈতিক মহলকেও । জানিয়ে দিলেন, কোভিড পরিস্থিতি কেটে গেলেই চালু হয়ে যাবে CAA সেই পথেই হাঁটছে সরকার । আজ সারাদিনই নানান ব্যস্ততায় ভরা কর্মসূচির মধ্যেই […]

Subscribe US Now

error: Content Protected